বিনোদন ডেস্ক : মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী আলোচিত লেখক তসলিমা নাসরিন। সমকালীন নানা বিষয়ে কথা বলে থাকেন তিনি। স্পষ্টবাদী তসলিমা নাসরিনের মন্তব্য ঘিরে নানা সময় বিতর্ক হয়েছে, সমালোচনা হয়েছে। কিন্তু কখনোই কিছুতে তিনি থামেননি। এবার তিনি সমালোচনা করলেন বলি সুপারস্টার বিগ বি আর তার ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে। আর তার জবাব দিয়েছেন অমিতাভের পুত্র বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।
অভিষেক বচ্চন অভিনীত সিনেমা ‘দশভি’। গত ৭ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পায় এটি। এতে মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান অভিষেক। সম্প্রতি এ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। পুত্রের এই সম্মাননা পাওয়ার পর নিজের টুইটারে অভিব্যক্তি প্রকাশ করেন অমিতাভ। তাতে তিনি লিখেন— ‘আমার গর্ব, আমার আনন্দ, তুমি সকলের মুখ বন্ধ করে দিয়েছো। তবে পাল্টা উত্তরে নয়, নিজের কাজের মাধ্যমে। তুমি শ্রেষ্ঠ ছিলে এবং থাকবে।’
অমিতাভ বচ্চনের এই টুইট তসলিমা নাসরিনের দৃষ্টি এড়ায়নি। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এ নিয়ে টুইট করেন তসলিমা নাসরিন। কড়া সমালোচনা করে তিনি লিখেন, ‘অমিতজি নিজের সন্তানকে এতটাই ভালোবাসেন যে, তিনি ভাবেন তার যাবতীয় ভালো গুণ, প্রতিভা ছেলের মধ্যে রয়েছে। তিনি ভাবেন তার পুত্রই সেরা। আমি মনে করি, অভিষেক ভালো। কিন্তু অমিতাভ বচ্চনের মতো প্রতিভা অভিষেকের নেই।’
তসলিমা নাসরিনের এই টুইট অভিষেকের নজরে এসেছে। এ নিয়ে পাল্টা টুইট করেছেন তিনি। এ অভিনেতা লিখেন, ‘আপনি ঠিক কথা বলেছেন। প্রতিভা কিংবা অন্য কোনো কিছুর দিক থেকেই তার (অমিতাভ বচ্চন) সমকক্ষ কেউ হতেই পারবেন না। অমিতাভ বচ্চন সারা জীবন সেরাই থাকবেন, তার ছেলে হিসেবে আমি গর্বিত।’
তসলিমার করা পোস্টের পর অভিষেক বচ্চনের পক্ষে কথা বলেন টুইটার ব্যবহারকারীরা। অমিতাভ বচ্চনের সঙ্গে অভিষেকের তুলনা টানতে নারাজ তারা।
এদিকে, তসলিমা নাসরিন আরেকটি টুইটে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি নিউজ শেয়ার করে লেখেন ‘দশভী’ দেখা শুরু করেছেন।
আরও পড়ুন:
কে হচ্ছেন ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার নায়িকা?
‘বেশরম রং’ বিতর্কের মাঝেই মুক্তি পেল ‘পাঠান’র দ্বিতীয় গান (ভিডিও)
এবার দেব বিয়ে না করলে ডান্ডা দিয়ে পেটাবো: মিঠুন চক্রবর্তী