আইন-আদালত

গাজীপুরে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকা হতে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী চাঁন মিয়া ওরফে চান্দু মোল্যাকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শুক্রবার (২৩ ডিসেম্বর) গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এলাকা হতে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি চাঁন মিয়া ওরফে চান্দু মোল্যা (৬০)কে গ্রেফতার করে র‌্যাব-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী গোপালগঞ্জ কাশিয়ানী থানার ২০১৫ সালের একটি হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী। বিজ্ঞ আদালত কর্তৃক গত ০২/০৬/২০২২ তারিখ উক্ত মামলার রায় ঘোষনা করা হয়। মূলত তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকেই সে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন:

নারায়ণগঞ্জে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মান্দায় চানাচুর বিক্রেতাকে হত্যা: মূল আসামী জাহাঙ্গীর গ্রেফতার

র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ৬ মাদক ব্যবাসায়ী গ্রেফতার

আরো খবর »

নারায়ণগঞ্জে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

উজ্জ্বল হোসাইন

শৈলকুপা সাব-রেজিস্ট্রার, দলিল লেখকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

Tanvina

মান্দায় চানাচুর বিক্রেতাকে হত্যা: মূল আসামী জাহাঙ্গীর গ্রেফতার

উজ্জ্বল হোসাইন