বিনোদন

আজ মুক্তি পাচ্ছে ‘কারাগার-২’

বিনোদন ডেস্ক : অবশেষে মুক্তি পেতে যাচ্ছে চঞ্চল চৌধুরী অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কারাগার পার্ট টু’। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই ওয়েব সিরিজ।

সিরিজটির পার্ট ওয়ান অনেক রহস্য রেখেই শেষ হয়েছিলো। অনেকেই ভেবেছিলো দ্বিতীয় কিস্তিতে হয়ত উদঘাটন হবে অসমাপ্ত সেই রহস্য। তবে ট্রেলারে দেখা যায় অন্য রহস্য।

‘কারাগার পার্ট-টু’ মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে করা হয়েছে। এমন ধারণাই পাওয়া যায় সিরিজটির ট্রেলার দেখে। সিরিজটিতে প্রধান এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এতে দুটি চরিত্রে দেখা যাবে তাকে।

এর আগে ৬ ডিসেম্বর প্রকাশ পায় সিরিজটির দ্বিতীয় কিস্তির ট্রেলার। অনেকেই ধারণা করেছিলেন প্রথম পার্টের রহস্য দ্বিতীয় পার্টে শেষ হবে! কিন্তু ট্রেলারে অভিনেতার কণ্ঠে শোনা যায়, ‘কীসের শেষ? এটা তো মাত্র শুরু’।

প্রসঙ্গত, ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ‘কারাগার পার্ট টু’। ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এতে চঞ্চল ছাড়াও আরও অভিনয় করেছেন, শতাব্দী ওয়াদুদ, আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ প্রমুখ।

আরও পড়ুন:

এবার দেব বিয়ে না করলে ডান্ডা দিয়ে পেটাবো: মিঠুন চক্রবর্তী

সেরা করদাতার তালিকায় ৬ তারকা

শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি

আরো খবর »

এবার ‘ঝুমে জো পাঠান’ নিয়ে বিতর্ক (ভিডিও)

উজ্জ্বল হোসাইন

তসলিমা নাসরিনকে কড়া জবাব দিলেন অভিষেক বচ্চন

উজ্জ্বল হোসাইন

কে হচ্ছেন ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার নায়িকা?

Tanvina