বিনোদন

এবার দেব বিয়ে না করলে ডান্ডা দিয়ে পেটাবো: মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক : ছেলের বয়স ৩৬, কিন্তু এই বয়সে এসেও বিয়ে করতে কোনওভাবেই রাজি নয় ছেলে। কিন্তু বাবা নাছোড়বান্দা। রোজ সকালে চা-দিতে গিয়েও ছেলের সামনে একাধিক মেয়ের ছবি এগিয়ে দেয় বাবা। তবে কিছুতেই ছেলেকে বিয়ের জন্য রাজি করানো যায় না। এমনই একটি গল্প, বাবা-ছেলের মিষ্টি রসায়ন নিয়ে সামনে এসেছে দেব ও মিঠুন চক্রবর্তীর ছবি ‘প্রজাপতি’র ট্রেলার। সে তো না হয় হল, তবে ব্যক্তিগত জীবনে রুক্মিণীকে কবে বিয়ে করছেন দেব?

সম্প্রতি কলকাতার এক স্টুডিয়োতে বসে দেবের সামনেই সেকথা ফাঁস করলেন মিঠুন চক্রবর্তী।

ছবি প্রসঙ্গে বলতে গিয়ে প্রথমে দেব বলেন, ‘ছবিতে, ৩৬ বছর হয়ে গিয়েছে একটা ছেলে সে কিছুতেই বিয়ে করছে না। যেটা কিনা আমার বাড়ির প্রত্যেক দিনের খবর।’ এরপর দেব, মিঠুন চক্রবর্তীর দিকে দেখিয়ে বলেন, ‘বিয়ে নিয়ে উনিও আমায় বলে বলে পাগল হয়ে যাচ্ছেন, এটা আসলে আমাদের রিয়েল লাইফ স্টোরি!।’ আর তাতে সহমত প্রকাশ করেন মিঠুন। কিছুটা হতাশ চোখে মিঠুন বলেন, ‘সত্যিই পাগল হয়ে গিয়েছি। ওর হবু বউ আমায় রোজ বলছে, তোমার কথাও শুনছে না! আমি তখন ভাবি, ভগবান ওকে যে কী তৈরি করেছে বুঝতে পারছি না’।

ওয়েডিং প্ল্যানার আপনার বিয়ের বরাত কবে পাচ্ছেন? দেবের বিয়ে নিয়ে এই প্রশ্নের উত্তর দেন মিঠুন চক্রবর্তী। বলেন, ‘এই সিনেমাটা আগে মুক্তি পাক, তারপর আমি মারব ওকে ডান্ডা, হয়ে যাবে মনে হচ্ছে…, কিছু তো একটা হবে…।’ আর এরপর মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হয়, আপনি যখন দেবের বয়স-ই, তখন তো বিভিন্ন নায়িকাকে জড়িয়ে আপনার নামে অনেক গুঞ্জন ছড়িয়েছে, সেই তুলনায় দেব কি কম ‘ফ্ল্যামবয়’? উত্তরে পর্দা ফাঁস করেন দেবের রিল লাইফ বাবা। বলেন, ‘একদম নয়, ও ছুপা রুস্তম। আমি আগে খেলি, ও ব্যাক সাইডে খেলে।’ মিঠুনের এই কথায় কিছুটা লজ্জা পেয়ে যান সাংসদ ও অভিনেতা দেব। এরপরই দেব জানান, মিঠুন চক্রবর্তীর সঙ্গে মিলে দেবের নামে গসিপ করেন রুক্মিণী।

তবে মেগাস্টার দেবকে কীভাবে দেখেন? এই প্রশ্ন মিঠুন চক্রবর্তী অবশ্য বলেন, আমার কাছে ও মেগাস্টার নয়, বিগ হার্টেট ম্যান, খুবই সিম্পল।’ সূত্র-জিনিউজ।

আরো খবর »

এবার ‘ঝুমে জো পাঠান’ নিয়ে বিতর্ক (ভিডিও)

উজ্জ্বল হোসাইন

তসলিমা নাসরিনকে কড়া জবাব দিলেন অভিষেক বচ্চন

উজ্জ্বল হোসাইন

কে হচ্ছেন ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার নায়িকা?

Tanvina