স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ।প্রথম টেস্টের হারের বদলা নিতে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ এই ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। চোটের জন্য ছিটকে যাওয়া এবাদত হোসেনের বদলি হিসেবে একাদশে এসেছেন তাসকিন আহমেদ। এর আগে ১১ টেস্ট খেলা তাসকিন, প্রথমবারের মতো দেশের মাটিতে টেস্ট খেলতে নামছেন।
এদিকে শেষ ম্যাচে তিনে নামা ইয়াসির আলী চৌধুরীর বাজে পারফরম্যান্সের জন্য কপাল খুলেছে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের।
ভারতের একাদশেও এসেছে এক পরিবর্তন। ১২ বছর পর টেস্ট দলে ফিরেছেন জয়দেব উনাদকাত। সর্বশেষ ২০১০ সালে টেস্ট ম্যাচ খেলেছিলেন এই পেসার। ক্যারিয়ারে সেই একমাত্র টেস্ট খেলার পর আর সুযোগ পাননি এই পেসার। অবশেষে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার সাদা পোশাকের ফরম্যাটে মাঠে নামলেন উনাদকাত।
এর আগে চট্টগ্রামে প্রথম টেস্টে ১৮৮ রানের বিশাল ব্যবধানে হারে স্বাগতিকরা। এই মুহূর্তে সিরিজে পিছিয়ে আছে ১-০ ব্যবধানে।
বাংলাদেশের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত।
ভারতের একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, আক্সার প্যাটেল, জয়দেব উনাদকাত, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।
আরও পড়ুন:
ইনস্টাগ্রামে রোনাল্ডোর রেকর্ড গুঁড়িয়ে দিলেন মেসি
নিজ দেশে হোয়াইটওয়াশের ‘লজ্জার রেকর্ড’ পাকিস্তানের
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে বিশ্বনেতাদের অভিনন্দন