আন্তর্জাতিক তথ্য-প্রযুক্তি

টুইটারের সিইও’র পদ ছাড়ার ঘোষণা ইলন মাস্কের

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদে স্থলাভিষিক্ত করার জন্য কাউকে খুঁজে পেলে নিজে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) এ ঘোষণা দেন তিনি।

মাস্ক টুইটারে লেখেন, ‘কাউকে চাকরি নেওয়ার মতো বোকা মনে হলেই আমি সিইও পদ থেকে পদত্যাগ করব! এরপরে আমি শুধু সফটওয়্যার ও সার্ভার টিম চালাব।’

এই প্রথম মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির প্রধানের পদ থেকে সরে যাওয়ার কথা জানালেন। এর আগে রোববার টুইটার ব্যবহারকারীরা তাকে পদত্যাগ করার জন্য একটি জরিপে নিরঙ্কুশভাবে ভোট দিয়েছেন।

কয়েক সপ্তাহ ধরে মাস্কের পদত্যাগের আহ্বান বেড়েই চলেছে। এমনকি সম্প্রতি টেসলা ইনক বুলস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার ফোকাস নিয়েও প্রশ্ন তুলেছে। এটির কারণে তিনি বৈদ্যুতিক গাড়ির ব্যবসা সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে বিভ্রান্ত হচ্ছেন কিনা? কারণ টেসলায় তিনি পণ্য ডিজাইন ও প্রকৌশলের কেন্দ্রে রয়েছেন।

মাস্ক স্বীকার করেন, তার দায়িত্বের পরিধি অনেক বেশি হয়ে গেছে। তিনি বলেন, টুইটারের জন্য একজন সিইও খুঁজবেন।

অবশ্য রোববার তিনি বলেছিলেন, যদিও কোনো উত্তরসূরী ছিল না এবং এমন কেউ চাকরি চায় না, যিনি আসলে টুইটারকে চালিয়ে নিতে পারেন। সূত্র : রয়টার্স

যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক টুইটার কেনার পর গত অক্টোবর সেটির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করার কথা জানান। ইলন মাস্ক রকেট কোম্পানি স্পেসএক্স, ব্রেন-চিপ স্টার্টআপ নিউরালিংক এবং টানেলিং ফার্ম দ্য বোরিং কোম্পানিও পরিচালনা করেন।

তিনি চার হাজার ৪০০ কোটি ডলার মূল্যে টুইটার কিনে নেন। বিশ্বের এই ধনকুবের দায়িত্ব নেওয়ার পরপরই টুইটারের শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেন। এরপর টিমের সদস্যদের নিয়ে টুইটারের সফটওয়্যার কোডসহ অন্যান্য বিষয়ে অনুসন্ধান শুরু করেন। ভেঙে দেন পরিচালনা পর্ষদ।

এর আগে গত ২৭ অক্টোবর এক টুইটে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করেন ইলন মাস্ক

আরো খবর »

ভারতে ট্রাক খাদে পড়ে ৩ কর্মকর্তাসহ ১৬ সেনা নিহত

উজ্জ্বল হোসাইন

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের কবলে ২০ কোটি মানুষ, মৃত্যু ১২

উজ্জ্বল হোসাইন

বিমানের চাকায় মিললো কৃষ্ণাঙ্গ যুবকের লাশ

Tanvina