স্পোর্টস ডেস্ক : ৩৬ বছরের অপেক্ষা শেষ করে বিশ্বকাপের মুকুট মাথায় তুলেছে মেসির আর্জেন্টিনা। এর আগে চারটি বিশ্বকাপ খেলেও দেশকে শিরোপা জেতাতে পারেননি দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। এমন পরিসংখ্যান নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে নিজের ক্যারিয়ারের পঞ্চম ও শেষ বিশ্বকাপ খেলতে এসেছিলেন মেসি।
মরুর বুকে বিশ্বকাপের প্রথম ম্যাচে অঘটনের হারের পরও ফাইনালে উঠে আর্জেন্টিনা। যেখানে তারা শিরোপা নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে পরাজিত করে সব আক্ষেপ পূরণ করলেন মেসি ও আর্জেন্টিনা দল।
বন্ধুর এমন কীর্তির দিনে বসে থাকতে পারেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মেসিকে অভিনন্দন জানিয়েছেন বন্ধু নেইমার।
বার্সেলোনায় থাকাকালে মেসি ও নেইমারের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে। সেই বন্ধুত্বের বন্ধনে মেসিকে পিএসজিতে টেনে নেন নেইমার। যা আজও অটুট।
কোপা আমেরিকার ফাইনালের পর আরও একবার বিশ্বের সবাই তাদের বন্ধুত্বের সুন্দর একটি দিক দেখতে পেল। কোপায় সেবার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মেসির আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে হেরেও মেসিকে জড়িয়ে ধরে কান্না বিজড়িত চেহারায় অভিনন্দন জানিয়েছিলেন নেইমার।
এবার বিশ্বকাপ ও গোল্ডেন বলের ট্রফির সঙ্গে মেসির একটি ছবি আপলোড করে নেইমার ক্যাপশনে লিখেছেন, ‘অভিনন্দন ভাই’। একই সাথে একটি হাততালির ইমোজি জুড়ে দেন তিনি।
বন্ধু যদি সাফল্য পায়, তাহলে তাকে শুভেচ্ছা জানানো স্বাভাবিক। মেসি-নেইমারের বেলাতেও হলো তাই।
আর্জেন্টিনাকে যেমন পথ দেখিয়ে শিরোপার ঠিকানা পাইয়ে দিয়েছেন মেসি, অন্যদিকে প্রাণপণ চেষ্টা করেও ব্রাজিলকে নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি নেইমার। নিজে ছিটকে গেছেন, রয়েছে হতাশা। তবে বন্ধুর বিশ্বজয়ের আনন্দ যেন ঠিকই ছুঁয়ে গেলো সেলেসাও প্রাণভোমরা নেইমারকে।
আরও পড়ুন:
বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় ফার্নান্দেজ
গোল্ডেন বল মেসির, বুট এমবাপ্পের
৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা